আকাশ উজ্জামান শেখঃ
বাগেরহাটের রামপালে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, ল্যারী ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২৬ নভেম্বর( বুধবার) সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চপ্তরে ” দেশীয় জাত আধুনিক প্রযুক্তি , প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্যে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান
প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীর মধ্যে অন্যতম নিয়ামক হলো প্রাণী কূল, প্রাণীদের থেকে আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমিষের চাহিদার যোগান পাই। তাছাড়া এই প্রাণী লালন পালন করে আমাদের জীবিকা নির্বাহের একটা মাধ্যম হিসেবে কাজে লাগাতে পারি ।
আমাদের বিশেষ করে রামপালে প্রচুর উন্মুক্ত জায়গা রয়েছে যেখানে ঘাস জন্মায় এই খোলা মাঠ গুলো থেকে বিশেষ করে গরু মহিষ ছাগল, ভেলা, সহ নানা ধরণের পশু লালন পালন করতে পারি এ ছাড়া ও বাড়ির গৃহিণী দ্বারা হাস মুরগি, কবুতর, কোয়েল, সহ নানা জাতের পাখি রয়েছে যা অল্প জায়গায় সামান্য খরচে লালন পালন করে সংসারে আর্থিকভাবে আরো বেশি সাবলম্বী করা যায় ।
বিশেষ করে অনন্য কাজের পাশাপাশি এটা করা যায় তাই পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি করা সম্ভব। এসময় আরো বক্তব্য রাখেন এলাকার খামারীরা তাদের পশু পালনের উত্থান পতন ও সাফল্যের গল্প তুলে ধরেন ।
রামপাল প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রসংসা করে বলেন তারা আমাদের খুব উপকার করেছে নানা সময়ে নানা সমস্যায় পাশে থেকে সুপরামর্শ দিয়ে আমাদের সাফল্যের পিছনে বিশেষ অবদান রেখেছে ।
এ সময় সভাপতির বক্তব্যে বলেন এ এলাকায় খামারী এবং যারা ছোট পরিসরে দু একটা করে পশু পাখি লালন পালন করতে চান
সবাইকে আমরা যথাসাধ্য চেষ্টা করি সু পরামর্শ দেওয়া আমাদের এখানে সকল কর্মকর্তা তাদের সমস্যা সমাধানে নিরলস কাজ করে চলেছে তাদের মুখে হাসি ফুটলেই আমাদের সফলতা।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 





















