আলিফ হোসেনঃ
চোখে ছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও স্থানীয় সবার কাছ থেকে বিদায় নিলেন রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী আতাউর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ চত্ত্বরে অধ্যক্ষ আতাউর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এদিন কৃষ্ণপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজ সভাপতি ও কোয়েল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মফিজ উদ্দিন সরকারের সঞ্চালনায় কলেজ চত্ত্বরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার প্রধানগণ,অভিভাবক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিন নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি অধ্যক্ষ আতাউর রহমান।
তিনি বলেন, ভালো থাকুক তানোর উপজেলার প্রতিটি – মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা। তিনি বলেন, কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহয়তা পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে – থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
এ সময় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















