ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়ঃ – চাঁদ

আব্দুল হামিদ মিঞাঃ

 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু সাঈদ চাঁদ।

 

তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে,”—বলে মন্তব্য করেন চাঁদ বলেন, রাজশাহী-৬ আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট- গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিতভাবে কাজ করছে।

 

তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”

 

বিএনপির এই প্রার্থী বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। “জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য।

 

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,সাধারন সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে এই আসনে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।

 

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, অ্যাডভোকেট ফিেেরাজ আহমেদ রঞ্জু, সুরুজ্জামান সুরুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, মহিলা নেত্রী সোনিয়া আক্তার শাপলা, বাঘা পৌর কৃষক দলের আহবায়ক আলী হোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ন সম্পাদক তহিদুল ইসলাম, মজনুর রহমান সুরুজ সহ স্থানীয় তরুণ নেতাকর্মীরা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়ঃ – চাঁদ

error: Content is protected !!

দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়ঃ – চাঁদ

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

আব্দুল হামিদ মিঞাঃ

 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হারুনুর রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু সাঈদ চাঁদ।

 

তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে,”—বলে মন্তব্য করেন চাঁদ বলেন, রাজশাহী-৬ আসনে বিএনপির লক্ষ্য স্পষ্ট- গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিবেদিতভাবে কাজ করছে।

 

তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।”

 

বিএনপির এই প্রার্থী বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। “জনগণের আস্থা অর্জনই এখন আমাদের প্রধান লক্ষ্য।

 

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,সাধারন সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে এই আসনে বিএনপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।

 

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মুখলেসুর রহমান মুকুল, অ্যাডভোকেট ফিেেরাজ আহমেদ রঞ্জু, সুরুজ্জামান সুরুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, মহিলা নেত্রী সোনিয়া আক্তার শাপলা, বাঘা পৌর কৃষক দলের আহবায়ক আলী হোসেন জনি, সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ন সম্পাদক তহিদুল ইসলাম, মজনুর রহমান সুরুজ সহ স্থানীয় তরুণ নেতাকর্মীরা।


প্রিন্ট