আলম মৃধাঃ
নরসিংদীতে লুন্ঠিত ট্রাকসহ ১৪৮ বস্তা জিরা উদ্ধার এবং দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ (১৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি আবুল কায়েস আকন্দ।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী চরপাড়া এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে মোঃ আলমগীর এবং নরসিংদী জেলার সদর থানা এলাকার দগরিয়া গ্রামের এনামুল হক চৌধুরীর ছেলে শাওন চৌধুরী।
জানা যায়, নরসিংদী গোয়েন্দা শাখা ডিবি ওসি আবুল কায়েস আকন্দের দিকনির্দেশনা এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংদী মডেল থানাধীন দগরিয়া এলাকা হতে দুই জন ডাকাতকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৪ নভেম্বর শুক্রবার রাত প্রায় পুনে একটার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী চরপাড়া তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকা হতে ডাকাতি কালে লুন্ঠিত মালামাল ১৪৮ বস্তা জিরা উদ্ধার করে। গ্রেফতারকৃত আমিনুল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সোমবার নরসিংদী মডেল থানাধীন বাসাইল পৌর শিশু পার্ক এলাকা একটি প্রাইভেটকার ও দুইটি মোটর সাইকেলে করে অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিরার বস্তা ভর্তি ট্রাক লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা করা হয়। মামলা নং:-২৭, ১২/১১/২০২৫ইং।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















