মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যায় মধুখালী বৈশাখী মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর, ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে ছিল ভরপুর।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি এবং পান্না গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন। উদ্বোধনের মাধ্যমে তিনি নবনির্বাচিত কমিটির সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন এবং মধুখালী বাজারের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সভাপতি, মধুখালী উপজেলা বিএনপি; মোঃ আব্দুল আলীম মানিক, সাধারণ সম্পাদক, মধুখালী উপজেলা বিএনপি; মোঃ হায়দার আলী মোল্লা, সভাপতি, মধুখালী পৌর বিএনপি; মোঃ ইয়াসিন বিশ্বাস, সাধারণ সম্পাদক, মধুখালী পৌর বিএনপি; মোঃ আবুল বাশার বাদশা, সভাপতি, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ; মোহাম্মদ কনক হাসান মাসুদ, সহ-সভাপতি, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ; মোঃ কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ; এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খানের পুত্র মোহাম্মদ আরিয়ান খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ মোঃ গোলাম মোস্তফা বাকি, সিনিয়র সহ-সভাপতি, মধুখালী উপজেলা বিএনপি।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান।
অভিষেক উপলক্ষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মধুখালী বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা যায়।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের বরেণ্য শিল্পীবৃন্দ, যার মধ্যে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হয় উপস্থিত দর্শকশ্রোতারা। পুরো অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ, জমজমাট এবং আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















