শামসুর রহমানঃ
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা রবিবার বিকাল ৩টায় উপজেলার আড়পাড়া সরকারী আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরাম এর কেন্দ্রীয় আহবায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য বাংলাদেশ বেগম সেলিমা রহমান।

এ সময় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
আলোচনা সভায় উপস্থিত মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট,সাবেক প্রধান শিক্ষক আবু জাফর লাল সহ, মাগুরা ও শালিখা উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত নারী জন প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরাম এর কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।অনুষ্ঠানের আয়োজন করেন নারী ও শিশু অধিকার ফোরাম মাগুরা।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি 




















