গোলাম রাব্বীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ আসনে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি হয়ে বেতগাড়ি ইউনিয়ন পাড়ি দেয়। পরে রংপুর সিটি করপোরেশনের বুড়িরহাট ঈদগাহে এসে শোডাউনটির সমাপ্তি ঘটে। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই শোডাউন।
শোডাউন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, “দিনব্যাপী শোডাউনের পরিকল্পনা থাকলেও দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির কারণে জুমার আগেই শেষ করতে হলো।” তিনি আরও বলেন, “আজকে হাজার হাজার মোটরসাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।”
উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, “শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। এর পাশাপাশি কার, মাইক্রোবাস, পিকআপও শোডাউনে ছিল। উপজেলার নয়টি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের আওতাভুক্ত সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গনি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহাবুবুল আলম, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি 



















