আশরাফুজ্জামানঃ
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ১৫ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে। পলাশবাড়ী পৌরসভার কেন্দ্রীয় মহাশ্মশান এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নতুন কমিটির সভাপতি উত্তরবঙ্গের আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এর প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অরবিন্দ বাবু, রনজিৎ সরকার, কার্তিক চন্দ্র কৃষ্ণ সরকার, রাসুদেব সরকার, সুভাষ চন্দ্র, সুবল চন্দ্র, সাংবাদিক মতিন সরকার, টুকু চন্দ্র, অপূর্ববাবু, বিকাশ চন্দ্র প্রমুখ।
কমিটির সাবেক সভাপতি শ্রী দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে ও বাসুদেব সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। তারা বলেন, নবনির্বাচিত কমিটির সদস্যরা যেন সবসময় সনাতনীদের পাশে থাকে এবং একটি সুন্দর মহাশ্মশান গঠনে ভূমিকা রাখেন। অনুষ্ঠানে কমিটির কার্যকরী পরিষদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন জায়গা থেকে আগত উপস্থিতি ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য,গত শুক্রবার রাত্রিতে পলাশবাড়ী থানা হলরুমে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে মহাশ্মশান পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। থানা প্রশাসনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সদ্য ঘোষিত নতুন কমিটিতে-সভাপতি পদে হরিদাস চন্দ্র তরণী দাস সহ-সভাপতি পদে কার্তিক চন্দ্র,সাধারণ সম্পাদক পদে শ্যামল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক পদে রনজিদ চন্দ্র সরকার, ক্যাশিয়ার পদে রাসুদেব সরকার, সদস্য পদে সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি 




















