নুরুল ইসলামঃ
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, চরাঞ্চল এলাকায় নিয়মিত বিদ্যালয়ে আসা সত্যিই কঠিন। বর্ষার সময় নদীর স্রোত ও নৌযান সংকটে প্রতিদিন আসা-যাওয়া সম্ভব হয় না।
বিশ্বনাথপুর আকনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমান বলেন, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। অনেক সময় নৌকা না পেলে পুরো দিনই স্কুলে পৌঁছানো যায় না। এ জন্যই আমরা দুপুরে স্কুল ছুটি দিয়ে দেই।
এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান জানান, বিদ্যালয় ভাড়া দেওয়া বা শ্রমিক থাকার বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















