ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জামায়াতের কাছে হ্যাটট্রিক পরাজয় মানতে চাই নাঃ -তাইফুল ইসলাম টিপু

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

২০০৮ এর নির্বাচনে হারতে হয়েছে। ২০১৮ এর নির্বাচনে মাত্র ১৪ হাজার ভোট পেয়েছে। নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীর কাছে তৃতীয়বারের মতো পরাজয় মেনে নিতে চায় না। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

 

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

টিপু বলেন, লালপুর–বাগাতিপাড়ার মানুষ তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তা তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করবেন। এই এলাকার মেহনতী ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের জুলুম-নির্যাতন থেকে বাঁচাতে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। অতীতে বহুবার জেলে গেছি, প্রয়োজনে আবারও যেতে প্রস্তুত। তবুও লালপুর- বাগাতিপাড়ার মানুষকে ছেড়ে যাব না।

 

তিনি বলেন, বিএনপি মহাসাগরের মতো। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। আমি না থাকলে দলের কোন ক্ষতি হবে না। তবে ক্ষুদ্র ক্ষুদ্র জল নিয়েই মহাসাগরের সৃষ্টি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিশ্চিত মৃত্যু জেনেও পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে দেশকে স্বাধীন করেছিলেন। আমিও জানি, স্বতন্ত্র নির্বাচন করলে দল থেকে বহিষ্কৃত হতে পারি, নির্যাতন নেমে আসতে পারে। তবুও লালপুর–বাগাতিপাড়ার জনগণের রায় নিয়েই নির্বাচনে লড়ব।

 

নিজেকে জিয়া পরিবারের আদর্শের অনুসারী দাবি করে টিপু বলেন, “খালেদা জিয়া আমার মা, তারেক রহমান আমার ভাই ও নেতা। মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের হাতে, তাঁদের সঙ্গেই রাজনীতি করতে চাই।

 

দলীয় মনোনয়ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদল প্রতিষ্ঠা করেছি, তখন অনেকে বিএনপিতে ছিল না; আজ তারাই মনোনয়ন পেয়েছে। ৪৩ বছরের ত্যাগ, সংগ্রাম, জেল-জুলুমের পরও আমরা বঞ্চিত।”

 

তিনি আরও বলেন, এখানে আরও কয়েকজন ত্যাগী নেতা আছেন। তাঁদের কাউকে মনোনয়ন দিলে আমার আপত্তি থাকত না, প্রয়োজনে তাঁদের হয়ে নির্বাচন করতাম। দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ, তৃণমূল নেতাকর্মী ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে চূড়ান্ত মনোনয়ন দিন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, শামীম সরকার, আমিনুল হক টমি, এজাজুল হক বাচ্চু, মতিউর রহমান, এনামুল হক বিদ্যুৎ, মঞ্জু আহমেদ রয়েল, আতিকুল ইসলাম বাচ্চু, হানিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিএনপি’র বিজয় হবে

error: Content is protected !!

জামায়াতের কাছে হ্যাটট্রিক পরাজয় মানতে চাই নাঃ -তাইফুল ইসলাম টিপু

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

২০০৮ এর নির্বাচনে হারতে হয়েছে। ২০১৮ এর নির্বাচনে মাত্র ১৪ হাজার ভোট পেয়েছে। নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীর কাছে তৃতীয়বারের মতো পরাজয় মেনে নিতে চায় না। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

 

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

টিপু বলেন, লালপুর–বাগাতিপাড়ার মানুষ তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তা তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করবেন। এই এলাকার মেহনতী ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের জুলুম-নির্যাতন থেকে বাঁচাতে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। অতীতে বহুবার জেলে গেছি, প্রয়োজনে আবারও যেতে প্রস্তুত। তবুও লালপুর- বাগাতিপাড়ার মানুষকে ছেড়ে যাব না।

 

তিনি বলেন, বিএনপি মহাসাগরের মতো। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। আমি না থাকলে দলের কোন ক্ষতি হবে না। তবে ক্ষুদ্র ক্ষুদ্র জল নিয়েই মহাসাগরের সৃষ্টি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিশ্চিত মৃত্যু জেনেও পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে দেশকে স্বাধীন করেছিলেন। আমিও জানি, স্বতন্ত্র নির্বাচন করলে দল থেকে বহিষ্কৃত হতে পারি, নির্যাতন নেমে আসতে পারে। তবুও লালপুর–বাগাতিপাড়ার জনগণের রায় নিয়েই নির্বাচনে লড়ব।

 

নিজেকে জিয়া পরিবারের আদর্শের অনুসারী দাবি করে টিপু বলেন, “খালেদা জিয়া আমার মা, তারেক রহমান আমার ভাই ও নেতা। মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের হাতে, তাঁদের সঙ্গেই রাজনীতি করতে চাই।

 

দলীয় মনোনয়ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রদল প্রতিষ্ঠা করেছি, তখন অনেকে বিএনপিতে ছিল না; আজ তারাই মনোনয়ন পেয়েছে। ৪৩ বছরের ত্যাগ, সংগ্রাম, জেল-জুলুমের পরও আমরা বঞ্চিত।”

 

তিনি আরও বলেন, এখানে আরও কয়েকজন ত্যাগী নেতা আছেন। তাঁদের কাউকে মনোনয়ন দিলে আমার আপত্তি থাকত না, প্রয়োজনে তাঁদের হয়ে নির্বাচন করতাম। দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ, তৃণমূল নেতাকর্মী ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে চূড়ান্ত মনোনয়ন দিন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, শামীম সরকার, আমিনুল হক টমি, এজাজুল হক বাচ্চু, মতিউর রহমান, এনামুল হক বিদ্যুৎ, মঞ্জু আহমেদ রয়েল, আতিকুল ইসলাম বাচ্চু, হানিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


প্রিন্ট