সাজেদুর রহমানঃ
আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সচল রয়েছে। বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং পণ্য লোড-আনলোড কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি সাভাবিক রয়েছে। সকাল থেকে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত ১৮১ টি পণ্য বোঝাই ট্রাক, ২৯টি নতুন চ্যাচিস ও ৮৪ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে। বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। বন্দরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের লকডাউন কর্মসূচি থাকলেও বেনাপোল বন্দরে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সচল রয়েছে। তাদের এ কর্মসূচিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। কাস্টম ও বন্দরে সাভাবিক ভাবেই কাজ হচ্ছে।
বেনাপোল স্থলবন্দরের ৯২৫ নং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শহীদ আলী বলেন, আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির মধ্যেও বেনাপোল স্থলবন্দরের সকল কার্যক্রম সচল রয়েছে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ভাবে কাজ হচ্ছে। বন্দর শ্রমিকরা বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন। সাজেদুর রহমান
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 




















