ইস্রাফিল হােসেন ইমনঃ
ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্যােগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের স্মারক সনমাননা প্রদান ও অভিভাবক সমাবেশ এবং ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতারণ সভায় স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বৃহস্পিতবার (১৩ নভেম্বর) সকালে এ সমাবেশ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা বক্তবের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং বিজেএম কলেজর সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়ার সাংবাদিক ইসমাইল হোসেন বাবু,সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার প্রমূখ।
বক্তারা বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে।
যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















