মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্র্রাহিম, পাংশা শাহজুঁই (র.) কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম ও পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সুলতান মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা আইন-শৃঙ্খলা বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাসসহ ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















