ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিনঃ -বেগম সেলিমা রহমান

মোঃ রাশেদ শরীফঃ

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খানের নির্বাচনী অগ্রাধিকার ও সামাজিক প্রতিশ্রুতি তুলে ধরতে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকাল ৩ টার দিকে নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়। নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিশেষ আলোচনা সভা।

 

মোঃ মনোয়ার হোসেন খান বক্তব্য বলেন, সমাজের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা, শিক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নির্মাণ,এই সব বিষয়কে সামনে রেখে রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ করতে হবে । তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ বাঁচবে, এদেশে নারীরা বাঁচবে। তাই আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং বিজয়ী করবেন ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। তিনি বলেন, একটি সভ্য, আধুনিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারী ও শিশুদের নিরাপত্তা, সম্মান ও অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

 

পরিচালকের বক্তব্য অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট নিপুণ রায় চৌধুরী, সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরাম। তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি বৈষম্য, সহিংসতা ও অনিরাপত্তার অবসান ঘটাতে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আমরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবো।

 

মনোয়ার হোসেন খানের নির্বাচনী অঙ্গীকার আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মাগুরা-১ আসনে নারী ও শিশু অধিকারকে তাঁর নির্বাচনী অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রেখেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নারী শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ শিশু সুরক্ষা ও উন্নয়ন কর্মসূচি জোরদার সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে শক্তিশালী কমিটি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি অসহায় নারী ও শিশুদের জন্য কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অংশগ্রহণকারীদের উপস্থিতি অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, নারী নেত্রী।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,‌ মোঃ মনোয়ার হোসেন খান, বেগম সেলিনা রহমান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী সহ প্রমুখ। নোমানী ময়দানে জমায়েতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত এই আলোচনা সভা আগামী নির্বাচনে নারী ও শিশু অধিকারের ইস্যুকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বক্তরা মনে করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিএনপি’র বিজয় হবে

error: Content is protected !!

দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিনঃ -বেগম সেলিমা রহমান

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
মোঃ রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি :

মোঃ রাশেদ শরীফঃ

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খানের নির্বাচনী অগ্রাধিকার ও সামাজিক প্রতিশ্রুতি তুলে ধরতে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকাল ৩ টার দিকে নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়। নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিশেষ আলোচনা সভা।

 

মোঃ মনোয়ার হোসেন খান বক্তব্য বলেন, সমাজের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা, শিক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নির্মাণ,এই সব বিষয়কে সামনে রেখে রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ করতে হবে । তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ বাঁচবে, এদেশে নারীরা বাঁচবে। তাই আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং বিজয়ী করবেন ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। তিনি বলেন, একটি সভ্য, আধুনিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারী ও শিশুদের নিরাপত্তা, সম্মান ও অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

 

পরিচালকের বক্তব্য অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট নিপুণ রায় চৌধুরী, সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরাম। তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি বৈষম্য, সহিংসতা ও অনিরাপত্তার অবসান ঘটাতে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আমরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবো।

 

মনোয়ার হোসেন খানের নির্বাচনী অঙ্গীকার আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মাগুরা-১ আসনে নারী ও শিশু অধিকারকে তাঁর নির্বাচনী অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রেখেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নারী শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ শিশু সুরক্ষা ও উন্নয়ন কর্মসূচি জোরদার সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে শক্তিশালী কমিটি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি অসহায় নারী ও শিশুদের জন্য কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অংশগ্রহণকারীদের উপস্থিতি অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, নারী নেত্রী।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,‌ মোঃ মনোয়ার হোসেন খান, বেগম সেলিনা রহমান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী সহ প্রমুখ। নোমানী ময়দানে জমায়েতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত এই আলোচনা সভা আগামী নির্বাচনে নারী ও শিশু অধিকারের ইস্যুকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে বক্তরা মনে করেন।


প্রিন্ট