মানিক কুমার দাসঃ
চলমান আন্দোলনের অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলার ৮ দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর চকবাজার জামে মসজিদের পাশে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ বদরুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোঃ আমজাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি মোঃ কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
সভায় জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট সহ পাঁচ দফা দাবী আদায়ে যে কোন কর্মসূচী বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে সংকল্প ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে কর্মকাণ্ড বাস্তবায়ন কর লক্ষ্যে ১৬ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহবায়ক নির্বাচিত করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মোহাম্মদ বদরউদ্দিন ,সদস্য সচিব মোস্তফা কামাল সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুগ্ন আহবায়ক মাওলানা আমজাদ হোসেন সভাপতি খেলাফত মজলিস, মোঃ মিজানুর রহমান সভাপতি বাংলাদেশ খেলাফত আন্দোলন, মোঃ কামরুল ইসলাম সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, মোঃ কামরুল ইসলাম যুগ্ম সচিব, মোহাম্মদ অধ্যাপক আব্দুল ওহাব সাধারণ সম্পাদক জামায়াত ইসলামী বাংলাদেশ , মুফতি আবু নাছির সাধারণ সম্পাদক খেলাফত মজলিস, মওলানা ইয়াকুব হাওলাদার সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী আন্দোলন, মোঃ সুজন মিয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ।
এতে মুখ্য সমন্বয়ক এর দায়িত্বপ্রাপ্ত হলেন মোঃ অধ্যাপক আবদুল ওহাব সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী , মুফতি আবু নাসির সাধারণ সম্পাদক খেলাফত মজলিস। এ সময় বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকাল ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















