সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীতে ২ বাসের সংঘর্ষে হেলপারসহ ১৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালুখালীর ভবানীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান,সকাল আনুমানিক ১০ টায় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী নিউ রাজন ( ঢাকা মেট্রো-১৫-৪২৩৪) বাস মাঝপথে দাঁড়িয়ে যাত্রী তুলছিলো। বিষয়টি বুঝতে না পেরে পিছনে থাকা দূরপাল্লার এসবি সুপার ডিলাক্স দাঁড়ানো বাসটির পিছনে ধাক্কা দেয়।এতে হেলপারসহ উভয় বাসের ১৫ যাত্রী আহত হয়। কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর রাজবাড়ী কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
আহত রাজন পরিবহনের হেলপার আব্দুল্লাহ জানায়, আমরা রাজবাড়ী অভিমুখে যাওয়ার সময় মাঝপথে একযাত্রী বাসে উঠতে চায়। এসময় আমাদের বাসটি থামাতেই পিছন থেকে আসা এসবি সুপার ডিলাক্স আমাদের বাসে ধাক্কা দেয়।
হাইওয়ে থানার পুলিশের এসআই সাজ্জাদ জানায়, দূর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করি। তিনি জানান,এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি 




















