মানিক কুমার দাসঃ
৫ দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে ফরিদপুর পেস ক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ৮ দলীয় সমন্বয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে এবং ৮ দলীয় সমন্বয় কমিটির মুখপাত্র বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি, মুফতি আবু নাসির আইয়ুবী, ও ৮ দলীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এর যৌথ সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব, বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট জয়নুল আবেদীন, মাওলানা মিজানুর রহমান, জেলা সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব হাওলাদার, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির মোঃ আবু হারেস মোল্লা, বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ সহ,৮ সমন্বয় কমিটির দলীয় নেতৃবৃন্দ ।
এ সময় নেতৃবৃন্দ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ দফা দাবি বাস্তবায়ন সহ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে।
বক্তারা সমালোচনা করে বলেন আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আগে গণভোট পরে জাতীয় সংসদ নির্বাচন অথচ তা না করে নির্বাচনের দিনে গণভোট আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ।
একদিনে জাতীয় নির্বাচন এবং গণভোটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনভাবে মানুষ মেনে নেবে না। বক্তারা বলেন একটি বিশেষ দলকে খুশি করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে । এ ধরনের সিদ্ধান্ত জনগণ কখনই মেনে নেবে না। বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান । অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে । অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হয় সেখানে পরবর্তীতে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আট দলের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 



















