ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে বাজুসের উদ্যোগে বিষ্ণুপদ কর্মকারের শোক সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন‌ (বাজুসের) ফরিদপুর শাখার কোষাধক্ষ্য বিষ্ণুপদ কর্মকারের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ‌বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ‌ ফরিদপুরের নীলটুলি স্বর্ণপট্টি কার্যালয‌ সংগঠনের ‌ সভাপতি ‌ ‌ নন্দকুমার বড়ালের সভাপতিত্বে উক্ত শোক সভা ‌ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক ‌ শ্যামল কর্মকারের সভাপতিত্বে শোক সভায় ‌ বক্তব্য রাখেন ‌ সংগঠনের সহ-সভাপতি সুবোধ ‌ চন্দ্র দে, অনিল চন্দ্র কর্মকার, অরুন কুমার দত্ত, অশোক কুমার দত্ত, অভিষেক কর্মকার, দীপক কুমার আঢঢ, উৎপল দত্ত, হরেন কর্মকার, রাধাকান্ত কর্মকার বাসুদেব কর্মকার ‌, অরুন কুমার দত্ত ‌ প্রয়াত ও বিষ্ণুপদ কর্মকারের ‌ পুত্র ‌ সীমান্ত কর্মকার কৃষ্ণ ‌ প্রমুখ।

 

এ সময় বক্তারা বিষ্ণুপদ কর্মকারের জীবন ও কর্ম তুলে ধরে ‌ আলোচনা করে বলেন, ‌ তিনি একজন ‌ ‌ শুধু একজন ভালো মানুষ ছিলেন না ‌। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। আর তাই ‌ সব ধরনের মানুষের সঙ্গে ‌ তার চমৎকার ভালো সম্পর্ক ছিল।তার মৃত্যুতে ‌ বাংলাদেশ জুয়েলার্স সমিতি ‌ ফরিদপুর জেলা শাখা ‌একজন যোগ্য ব্যক্তিকে হারিয়েছে ‌। বক্তারা তার আত্মার শান্তি ‌ কামনা করেন।

 

অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ তাকে বাজুসের পক্ষ থেকে ‌ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এর পূর্বে ‌ তার আত্মার শান্তি কামনা ‌ বিশেষ প্রার্থনা ‌ও কালো ব্যাচ ধারণ করা হয়। অনুষ্ঠানে ‌ তার ছোট ছেলে দীপ্ত কর্মকার ‌ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় চাকসু ভিপি ইব্রাহীম রনিকে সংবর্ধনা

error: Content is protected !!

ফরিদপুরে বাজুসের উদ্যোগে বিষ্ণুপদ কর্মকারের শোক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন‌ (বাজুসের) ফরিদপুর শাখার কোষাধক্ষ্য বিষ্ণুপদ কর্মকারের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ‌বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ‌ ফরিদপুরের নীলটুলি স্বর্ণপট্টি কার্যালয‌ সংগঠনের ‌ সভাপতি ‌ ‌ নন্দকুমার বড়ালের সভাপতিত্বে উক্ত শোক সভা ‌ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক ‌ শ্যামল কর্মকারের সভাপতিত্বে শোক সভায় ‌ বক্তব্য রাখেন ‌ সংগঠনের সহ-সভাপতি সুবোধ ‌ চন্দ্র দে, অনিল চন্দ্র কর্মকার, অরুন কুমার দত্ত, অশোক কুমার দত্ত, অভিষেক কর্মকার, দীপক কুমার আঢঢ, উৎপল দত্ত, হরেন কর্মকার, রাধাকান্ত কর্মকার বাসুদেব কর্মকার ‌, অরুন কুমার দত্ত ‌ প্রয়াত ও বিষ্ণুপদ কর্মকারের ‌ পুত্র ‌ সীমান্ত কর্মকার কৃষ্ণ ‌ প্রমুখ।

 

এ সময় বক্তারা বিষ্ণুপদ কর্মকারের জীবন ও কর্ম তুলে ধরে ‌ আলোচনা করে বলেন, ‌ তিনি একজন ‌ ‌ শুধু একজন ভালো মানুষ ছিলেন না ‌। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। আর তাই ‌ সব ধরনের মানুষের সঙ্গে ‌ তার চমৎকার ভালো সম্পর্ক ছিল।তার মৃত্যুতে ‌ বাংলাদেশ জুয়েলার্স সমিতি ‌ ফরিদপুর জেলা শাখা ‌একজন যোগ্য ব্যক্তিকে হারিয়েছে ‌। বক্তারা তার আত্মার শান্তি ‌ কামনা করেন।

 

অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ তাকে বাজুসের পক্ষ থেকে ‌ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এর পূর্বে ‌ তার আত্মার শান্তি কামনা ‌ বিশেষ প্রার্থনা ‌ও কালো ব্যাচ ধারণ করা হয়। অনুষ্ঠানে ‌ তার ছোট ছেলে দীপ্ত কর্মকার ‌ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।


প্রিন্ট