মোঃ আকাশ উজ্জামান শেখঃ
খুলনা অঞ্চলের বাগেরহাট জেলার প্রান্তিক উপজেলা রামপালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগ ডাল, খেসারি ডাল, সূর্যমুখী ( হাইব্রিড ও ওপি) ও গমের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর( বুধবার) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও সুবিধা ভোগী কৃষকগন
মিস তামান্না ফেরদৌসি উপস্থিত কৃষকদের উদ্যশ্যে বলেন সরকার বিনামূল্যে আপনাদের মাঝে বীজ ও সার বিতরণ করেন কারণ আপনারা চাষাবাদ করে নিজের পায়ে যেন দাঁড়াতে পারেন। আপনাদের যে জায়গা জমি আছে সেখানে চাষাবাদ করে দেশের খাদ্য দেশে উৎপাদন করতে পারবেন সেলক্ষ্যে এই উদ্যোগ ।
এই শষ্য বীজ ও সার আপনারা যথাযথ ব্যাবহার করবেন এবং সময় মতো বপন ও সঠিক পরিচর্যা করবেন বলে আশা করি ।
রামপালের সকল কৃষকের পাশে সব সময় উপজেলা কৃষি কর্মকর্তারা আছে আপনাদের মুখে হাসি ফোটাতে তারা নিরলস কাজ করে যাচ্ছে । আপনাদের যে কোন সমস্যায় আপনারা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এবং
সঠিক পদ্ধতিতে কৃষি কাজ পরিচালনা করে নিজেরা সাবলম্বী হন এটাই আমাদের কাম্য ।
অনুষ্ঠান শেষে রবি ২০২৫ মৌসুমের জন্য উপকারভোগী কৃষকদের মাঝে প্রদানকৃত বীজ গম ১০ জন, সরিষা- ১০০ জন, সূর্যমুখী-৬০ জন, মুগ-২০০ জন, খেসারী- ৬০ জন সহ মোট ৪৩০ জনের মধ্যে প্রদান করা হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 




















