ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় মঙ্গলবার (১১ই নভেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্যালয় মোহনপুর রাজশাহী আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় নতুন অফিস ভবন শুভ উদ্বোধন করেন আশীষ কুমার ভট্টাচার্য পরিচালক, বিভিএমএস রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ, রাজশাহী।

সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি বিভিএসএম আরিফ বিন জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা,
উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস অফিসার বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার খন্দকার সাগর আহমেদ,
উপজেলা উপ সহকারী-প্রকৌশলী অফিসার (এলজিডি) রিপন আলী সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু,

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল জব্বার, প্রশিক্ষিকা জোবাইদা খাতুন, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি আহ্বায়ক সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম, উপজেলা আনসার ও ভিডিপি সহকারী কোম্পানি কমান্ডার মুকুল সরদারসহ সকল ইউনিয়নের দলনেতা দল নেত্রী প্রমুখ। উদ্বোধন শেষে মানব কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















