মোঃ আলম মৃধাঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা শাখার আহবায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। গত (৮ নভেম্বর) এই কমিটি অনুমোদন করা হয়।
জানা যায়, আহ্বায়ক হলেন মাসউদ বিন ফরিদ আদনান। সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ হাকিম এবং যুগ্ন আহবায়ক হলেন যারা, মিনহাজ সাজিম ফরাজী, রেদোয়ান ইসলাম মোল্লা, ফারহান কবির মাহির, মোঃ কারিম আহসান, সোহেল সুফি ইমরান, মোঃ শাহেদুজ্জামান ভূঁঞা, মোঃ শাহপরান রাকিবুল হাসান, মুজাহিদ চৌধুরী।
আরও জানা যায়, সদস্য সচিব শাহরিয়ার খান আকিক। সিনিয়র যুগ্ন সদস্য সচিব, সিয়াম খান এবং যুগ্ন সদস্য সচিব হলেন যারা, হাসানুল বান্নাহ রাকিব, আল আমিন , তানভীর হাসান রিমন, মাহিফ আহমেদ ফয়েজ, শেখ রাসেল, সুমন মিয়া, ফাহাদুল হক তন্ময়, রাকিব হাসান ফয়সাল, মোহাম্মদ ফয়সাল, মাহফুজ ভূঁইয়া, ইশিকা নওশীন রিতা, হুমাইরা হ্যাপি, ইকরামুল ইসলাম আকিব, আবুবকর মুজাহিদ, ওসমান রাজ, মোঃ আলম, আবির খান, আশরাফুল কবির রিয়াদ ভূঁইয়া।
মুখ্য সংগঠক হলেন, আলভী সরকার। সিনিয়র সংগঠক হলেন, জুনায়েদ আহমেদ এবং সংগঠক হলেন যারা, মোঃ ইমন ইসলাম, রাকিব মিয়া, আশফাক সরকার, রশিদুল ইসলাম, ফাইজা ইজাজ, তানভির আহমেদ বিশাল, ওমর ফারুক, ফারহানা আহমেদ খুশবু, সাকিব আহমেদ, ফকরুল ইসলাম মেজর, মাহিন হাসান হৃদয়, অনিক খান প্রান্ত, কাউসার আহমেন, সোয়াদ হাসান, সুমনা সুলতানা, মোঃ মোজাম্মেল হক, মোঃ মাছুম মিয়া।
মুখপাত্র হলেন, মুনিয়া রহমান মনিকা। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন যারা, সাইফুল ইসলাম, পুষ্পিতা ভূঁইয়ান ফারহানা, জিমিয়া ইসলাম সিনহা, আয়েশা সিদ্দিকা অনিক, ইজাজ আহাম্মদ খান, মারুফ তাসনিম, কাজি মারুফ, সোহেল ফরাজী, নাজমুল তালুকদার, আলামিন মিয়া, মোঃ ইমন, তওহিদ আহমেদ শিহাব, উদয় হাসান, শাকিল আহমেদ জয়, মিল্লান মোল্লা, তাসকিন আহমেন, আওলাদ হোসেন, মোঃ ইমন, মোঃ আবির, মোঃ সুমন, মোঃ রাব্বি, মোঃ রাকিব, মোঃ অভি, মোঃ ফাহিম, মোঃ খায়রুল, মোঃ আফতাব, এক্সেল রাব্বি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সমন্বয়ক মুঈনুল ইসলাম এর স্বাক্ষরিত বৈছাজা/২০২৫- ২৬/জে. ক./০১ নং- স্মারকে এই কমিটির অনুমোদন করেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















