প্রদীপ্ত চক্রবর্তীঃ
আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১২ পটিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রাক্তন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক এনাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা পটিয়া বিএনপি পরিবার গত ১৭ বছর ধরে নিরলসভাবে সংগ্রাম করেছি।
হামলা মামলা ও নির্যাতন সহ্য করে দলীয় আদর্শে অবিচল থেকেছি। সবার এই ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ পটিয়া বিএনপি পরিবারের সদস্যদের প্রতিনিধি হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে আমাকে মনেোয়ন প্রদান করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পটিয়া পৌর এলাকার ইন্দ্র পুলস্হ পটিয়া মডেল মসজিদে আয়োজিত শোকরানা মাহফিলে তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন, ‘পটিয়ার বিএনপি পরিবারের সদস্যরা আমার আপনজন।
আমাদের সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন, আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করি ।’
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 




















