এস. এম সালমান হৃদয়ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে ২৩৭ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসন সর্বাধিক আলোচিত। মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম। তাঁর প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকার নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এখনও চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়নি। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নান। তবে তৃণমূলের কিছু নেতা চান, এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থী হোক বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহ আলম। এ নিয়ে দলে আলোচনার স্রোত শুরু হয়েছে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার। তাঁর প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় নেতা-কর্মীদের মধ্যে চরম উৎসাহ সৃষ্টি হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এই আসনে প্রার্থীতা ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
বগুড়া-৫ আসনে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোঃ সিরাজ। স্থানীয় নেতারা আশা করছেন, এই আসনে দলের শক্তি আরও দৃঢ় হবে।
বগুড়া-৬ (সদর) আসনে মনোনীত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। তাঁর প্রার্থীতা ঘোষণার সঙ্গে সঙ্গে জেলা ও সদর উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলীয় সভা ও সমাবেশ শুরু হয়েছে।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উল্লেখ্য, এই আসনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি। প্রার্থীতা ঘোষণার পর থেকেই এই আসনে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও দৃঢ় সমর্থন লক্ষ্য করা গেছে।
সার্বিকভাবে, বগুড়া জেলার সাতটি আসনে মনোনয়ন ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীরা প্রতিটি স্তরে প্রস্তুতি শুরু করেছেন। বিশেষভাবে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে উদ্দীপনা সর্বাধিক। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একযোগে কাজ করছেন নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বগুড়া জেলা দেশের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার এই সাতটি আসনে মনোনীত প্রার্থীরা দলের শক্তি আরও সুদৃঢ় করবেন এবং নির্বাচনী উত্তাপকে তীব্র করবেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 




















