মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আপন দুই ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য নরসিংদী পুলিশ সুপার, কঠোর নির্দেশ দেন জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি আবুল কায়েস আকন্দকে।
পরে ডিবি ওসির দিকনির্দেশনায় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিবির এসআই শেখ মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম গতকাল (৪ নভেম্বর) মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে অন্যতম প্রধান আসামি শিপনকে গ্রেফতার করে।
আসামি, শিপন মিয়া (২৫), রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আওয়াল মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত শনিবার (১ নভেম্বর) রায়পুরা থানাধীন চরসুবুদ্ধি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত বাড়ির বেড়া ভাংগাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার গাং অর্তকিত হামলা চালায়। এই হামলার ঘটনায় ভাতিজা শাকিল ও ফুরা মিয়া গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
এছাড়া, এই হত্যাকাণ্ডের ঘটনায় ঐদিন তিন জনকে গ্রেফতার করা হয় এবং ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে সাথে জড়িত চারজন আসামিকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















