মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর রায়পুরাতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা। আজ (১ নভেম্বর) শনিবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে সকাল থেকে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরা মিয়া ও তার ভাই শাকিলসহ চারজনকে গুরুতর আহত
করে।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল নামে দুজন মারা যান। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে রায়পুরা অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যায়। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















