মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর রায়পুরাতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেঅস্ত্র ও গুলিসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (১ নভেম্বর) শনিবার ভোরে উপজেলার সায়দাবাদ চরাঞ্চলে র্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সাঁড়াশি অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, দুইটি এলজি, একটি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শফিক মিয়া (৩২), মোঃ মোস্তফা (৩৮), মোঃ জাহিদ হাসান (১৭), মোঃ আয়নাল (৩৮), মোঃ মহিউদ্দিন (হৃদয়) (২২), মোঃ বাচ্চু মিয়া (৬২), মোঃ কালু মিয়া (৬৯), মোঃ বাছেদ মিয়া (৪০), তাদের সবার বাড়ি রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা-চেষ্টার মামলা রয়েছে। এর মধ্যে শফিক, মোস্তফা, জাহিদ, বাছেদ ও বাচ্চু মিয়ার নামে পৃথক হত্যা মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা রায়পুরার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করে রেখেছিল। ওই অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।
র্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রায়পুরা ও আশপাশের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, হত্যাকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রায়পুরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 



















