কক্সবাজার হোটেল-মোটেল জোনের পিডব্লিউডি ব্লক ‘এ’ ও ব্লক ‘বি’ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে চরম ধীরগতি ও অব্যবস্থাপনা চলছে। এর ফলে পর্যটক ও স্থানীয় হোটেল-মোটেল মালিকরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।
ইতোপূর্বে হোটেল লংবীচ এলাকার মোহাম্মদিয়া গেস্ট হাউসের পাশের রাস্তাটি মাটি ফেলে দীর্ঘ সময় ধরে বন্ধ করে রাখা হয়েছে, ফলে জনসাধারণ ও পর্যটকদের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিতভাবে এমন অবস্থায় ফেলে রাখা হয়েছে।
এলাকার তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টিতে অবিবেচক ও উদাসীন ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।পর্যটনকেন্দ্র কক্সবাজারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোহাম্মদ আলম, কক্সবাজার জেলা প্রতিনিধি 




















