মানিক কুমার দাসঃ
ফরিদপুরের কানাইপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী কাত্যায়নী পূজা। গতকাল সোমবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে আগামী শুক্রবার বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কাত্যায়নী উৎসব। মূলত দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও, দূর্গা পূজার ঠিক একমাস পর দুর্গা প্রতিমার আদলেই প্রতিমা তৈরি করে কাত্যায়নী পূজা পালন করে থাকে।
এই পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন মন্দির প্রাঙ্গনে জমে উঠেছে গ্রামীণ মেলা। পূজা উপলক্ষে ব্যতিক্রমী সব মণ্ডপে ডেকোরেশন দর্শনার্থীদের মুগ্ধকর। পূজা মণ্ডপগুলোতে কাপড় ও শোলার কাজের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা রকম চোখ ধাঁধানো আলোকসজ্জা দর্শকদের আকৃষ্ট করছে। অধিকাংশ গেটেই ডিজিটাল পদ্ধতিতে দেব দেবীর চলমান ছবি সংযুক্ত করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে মন্দির গুলিতে ধর্মীয় মাহাত্ম্য প্রচার করা হচ্ছে।, এ বছর ফরিদপুর শহর ও কানাইপুর মিলে মোট ১০টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার রাতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে দেখা গেছে, প্রতিমাগুলো আকর্ষণীয় রঙে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও শহরে কাত্যায়নী মণ্ডপকে সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে।
মণ্ডপ প্রাঙ্গণের সামনে থাকছে দৃষ্টিনন্দন তোরণ ও আলোকসজ্জা। সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রতিটি প্যান্ডেলে আলোকসজ্জা চলবে রাতভর। পূজা প্যান্ডেলের এই আকর্ষণীয় আলোকসজ্জা দেখতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন দর্শকরা।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















