হানিফ উদ্দিন সাকিবঃ
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হরণী ইউনিয়ন বিএনপির আয়োজনে হাতিয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহ নেওয়াজ। বক্তব্যে তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই বর্তমান সময়ের একমাত্র লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে এ আন্দোলন সফল হবেই।
তিনি আর ও বলেন “একদলীয় শাসন কায়েম করে দেশকে জিম্মি করা হয়েছে। মুক্তির পথ কেবল বিএনপির ৩১ দফার মধ্য দিয়েই সম্ভব।” স্থানীয় নেতারা জানান, দমন-পীড়ন, মামলা ও হামলা দিয়ে আন্দোলন রোধ করা যাবে না।
হরণী ইউনিয়ন বিএনপির নেতারা শপথ নেন— ৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিএনপি সম্প্রতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়ে এ কর্মসূচি ঘোষণা করেছে।
শাহ নেওয়াজের নেতৃত্বে আয়োজিত এ লিফলেট বিতরণ ও গণজমায়েত কর্মসূচি স্থানীয় পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা বিএনপির জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 




















