ইনামুল খন্দকারঃ
ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ৩৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেইজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (SEDP)” প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (এইচআরএম শাখা) মোঃ শওকত হোসেন মোল্লা, মধুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজমুল হক এবং বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগভিত্তিক সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ এবং একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক পিসি রানী দাস ও খান মেহেদী হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল প্রাণবন্ত।
প্রিন্ট