সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে কয়েক শত মাছ চাষি ও ব্যবসায়ীদের প্রায় ৭ কোটি টাকা নিয়ে পরিবারসহ লাপাত্তা হয়েছে এক পুলিশ সদস্য। টাকা ফিরে পেতে ও ন্যায্য বিচারের দাবিতে তাই এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া এলাকার হায়দার আলীর ছেলে পুলিশ কনস্টেবল হুমায়ুন কবির হিমু ঢাকায় মেট্রোপলিটন পুলিশে কর্মরত। পাশাপাশি সে এলাকায় মাছের ব্যবসা করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুরুলিয়া বাজারে তার শাস্তি এবং আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকার শতাধিক মাছ চাষী এবং ব্যবসায়ীরা। মৎস্যজীবিরা জানান, গত বছর থেকে বিভিন্ন সময় অভিযুক্ত পুলিশ কনস্টেবল হুমায়ুন কবির গুরুদাসপুর, সিংড়া এবং বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন পুকুর থেকে বাঁকীতে মাছ ক্রয় করেন।
সপ্তাহ শেষে বাঁকি টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে টাকা পরিশোধ করেন নি। ভুক্তভোগী বিভিন্ন মাছ চাষী এবং মাছ ব্যবসায়ী তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে বা তার পরিবারের কোনো সদস্যকে আর পাননি। ঢাকায় কর্মরত থাকলেও হুমায়ুন কবির হিমুকে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়েও পাওয়া যায়নি। সেখান থেকে জানানো হয়েছে গত একমাস থেকে তিনি অফিসে অনুপস্থিত আছেন। এমতাবস্থায় তারা সিংড়া গুরুদাসপুর এবং বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করেও কোন ফল না পেয়ে আজকে টাকা ফেরত এবং অভিযুক্তদের শাস্তি দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।”
প্রিন্ট