মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে আজ রেস্তোরাঁ মালিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেস্তোরাঁ মালিকরা বলেন, রেস্তোরাঁয় ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হলেও মিষ্টিতে ১০ শতাংশ রাখা হয়েছে। মফস্বল শহরে রেস্তোরাঁয় হোটেলের খাবার ও মিষ্টি একসাথেই বিক্রি করা হয়। মিষ্টির ভ্যাটের পরিমাণ না কমালে দোকান মালিকরা ক্ষতিগ্রস্ত হবে। ভ্যাট কমাতে রেস্তোরাঁ মালিকদের মতো দ্রুত মিষ্টির দোকান ও হোটেল মালিকদের পুনরায় আন্দোলনে নামতে প্রস্তুতি নেওয়ার আহ্বান করেন বক্তারা।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম রবিন বলেন, দাবি আদায়ে সকল রেস্তোরাঁ ও হোটেল মালিকদের একত্রিত থাকতে হবে। যেকোনো মুহূর্তে মিষ্টির ভ্যাট কমানোর দাবিতে আবারো আন্দোলনে নামবো আমরা।
নাটোর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ বলেন, আমাদের সরকারের কাছে দাবি মিষ্টির দোকানের ভ্যাট কমিয়ে দেওয়া হোক। ভ্যাট কমিয়ে দেওয়া হলে তা প্রদানে উৎসাহ জাগে। আর যদি এমন ই থাকে তাহলে ভ্যাট প্রদানের নিরুৎসাহিত হবে দোকানদাররা। আইনের ফাঁদে অনেকের দোকান বন্ধ হয়ে যাবে এটা সরকারও যেমন চায়না , আমরাও চাই না। আমরা সরকারের রাজস্ব ফাঁকি দিতে চাই না, তবে সেটা সহনীয় পর্যায়ে করতে হবে।
অনুষ্ঠানে বগুড়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাশার চন্দন, নওগাঁ জেলা শাখার সভাপতি মো. সাব্বিরসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ ও নাটোরের রেস্তোরাঁ মালিকরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট