নুরুল ইসলাম, সদরপুর থেকে
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দশহাজার গ্রামে অবস্থিত রাবেয়া বসরিয়া দাওরায়ে হাদীছ মহিলা মাদরাসার ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিল-২০২৫ যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত মাদরাসা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং জাতীয় সংসদের ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা।
ম্যানেজিং কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাদরাসার শাইখুল হাদীস ও সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী’র সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন হাফেজ মাও: মুফতী ফেরদাউসুর রহমান (নারায়নগঞ্জ), বিশেষ বক্তা মুফতী শেখ হামিদুর রহমান সাইফী (কেরানীগঞ্জ)। আরও বক্তব্য রাখেন সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলান সাদিকুর রহমান সিদ্দিকী।
মাদরাসার মুহতামিম মাওলানা আল-আমীন উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং বার্ষিক আয়-ব্যয় রিপোর্ট উপস্থান করেন।
উল্লেখ্য, রাবেয়া বসরিয়া দাওরায়ে হাদীছ মহিলা মাদরাসাটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় ৬০০ শিক্ষার্থী আবাসিকভাবে অধ্যয়ন করে। প্রতি বছর কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় এ মাদরাসার ছাত্রীবৃন্দ মেধা তালিকায় স্থান লাভ করে থাকে। এবারের বার্ষিক মাহফিলে দাওরায়ে হাদীছ সমাপনী ১৯জন আলেমা এবং হিফজুল কুরআন বিভাগ হতে ৩০ পারা সম্পূর্ণ মুখস্থ করে ১০ জন ছাত্রী হাফেজা হওয়ায় তাদের অভিভাবকদের নিকট পুরস্কার হিসেব মূল্যবান বোরকা তুলে দেওয়া হয়।
মাহফিলে বহু সংখ্যক আলেম-উলামা, মুসল্লী ও ধর্মপ্রাণ মুসলমান এবং বিপুল সংখ্যক নারী শ্রোতা মাদরাসার ক্যাম্পাসে উপস্থিত হয়ে ওয়াজ শ্রবন করেন।
প্রিন্ট