মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণ পদ ঘোষাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন এবং শিক্ষক-শিক্ষার্থীরা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট