মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের মহিলা অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে দশটা এ উপলক্ষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াছিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর উপ-পরিচালক মাসুদা হোসেন, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, নন্দিতা সুরক্ষার কর্মকর্তা তাহিয়াতুল জান্নাত রিমি, নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা, ছাত্র প্রতিনিধি সানজিদা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সদর মহিলা অধিদপ্তরের কর্মকর্তা এম এ নাহার।
সভায় বক্তারা সমাজে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে আলোচনা করেন এবং নারী নির্যাতন প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা কামনা করেন।
পাশাপাশি পরিবার থেকে এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে।
বক্তারা বলেন নারীদের সম্মান দিলে সবাই সম্মানিত হবে । রাষ্ট্রের সম্মান বাড়বে দেশ ও এগিয়ে যাবে । ৫ ই আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ফলে আমরা
নতুন বাংলাদেশ লাভ করেছি । আর তাই দেশের উন্নয়নের স্বপ্ন সফল করতে নারী পুরুষ একসাথে কাজ করতে হবে। এ ব্যাপারে স্কুল কলেজ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সমাজে নারীর প্রতি সকল সহিংসতার অবসান হোক বৈষম্যের ও অবসান হোক।
নারীদের আমাদের সহ অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে । পরিবারে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং সবাইকে সমান মর্যাদা দিতে হবে। বক্তারা বলেন বাংলাদেশ নারী আজকে কোন অংশ পিছিয়ে নেই তারা নিজেদের যোগ্যতা বলে ভালো করছে। সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে এবং আগামী দিনে ও আরো ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্রিন্ট