মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাই সাজেদুল লস্করের (৩২) লাঠির আঘাতে তার বড় ভাই আপেল লস্কর (৫০) নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সাজেদুল লস্করকে আটক করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে এবং আটক সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশে বের হন। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সাজেদুল একটি মোটা লাঠি দিয়ে আপেল লস্করের মাথায় আঘাত করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সাজেদুলকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ সাজেদুলকে আটক করে এবং লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, “চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাই সাজেদুল লস্করকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”
আরও পড়ুনঃ লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
তিনি আরও জানান, আপেল লস্কর মাছ ব্যবসায়ী ছিলেন এবং তার সঙ্গে কিছু টাকা ছিল। জানা গেছে, সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা জোগাড় করার জন্যই তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান।
প্রিন্ট