ফরিদপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ শুকুর মোল্লা সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন , যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, ফরিদপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায় , ফরিদপুর জেলা দেশ বাঁচাও মানব বাঁচাও এর সাধারণ সম্পাদক রুবেল চোকদার, ডাংগি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, যুবদল নেতা আবুল মাতব্বর, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল।
আর তাই অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাবি করা হয়। তারা বলেন স্বৈরাচারের এজেন্ট হয়ে বিগত দিনে যারা কাজ করেছে তাদের ধরে এনে বিচারের আওতায় আনতে হবে।
পাশাপাশি বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। ইদানিং ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মনগরা রিপোর্ট করছে। এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। এগুলোকে গুরুত্ব না দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ।
বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারে যে তিনজন উপদেষ্টা কে অন্তর্ভুক্ত করা হয়েছে । যারা বিগত দিনে আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে । তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং তাদের পদত্যাগ ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার অথচ তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আগামীতে যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবি জানানো হয়।
প্রিন্ট