ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলা একাডেমির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ Logo কুষ্টিয়ায় ক্যান্সার নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরাদের প্রশ্নোত্তর পর্ব ও সেমিনার অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় গড়াই নদীতে কুমির, খাবার হিসেবে চরে ছাড়া হয়েছে ছাগল ও হাঁস-মুরগি Logo মাগুরার শালিখাতে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি Logo তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল Logo মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা Logo ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo আজ খোকসা হানাদার মুক্ত দিবসঃ পালিত হবে যথাযজ্ঞ মর্যাদা Logo দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুরে দুই ভাইয়ের একসঙ্গে জানাজা ও পাশাপাশি দাফন

কুষ্টিয়ার দৌলতপুরে সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত আপন দুই ভাইয়ের মরদেহ একসঙ্গে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাদ আসর জানাজা শেষে সাতারপাড়া গোরস্তানে তাদের মরদেহ পাশাপাশি দাফন করা হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন।

 

গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতারপাড়া গ্রামের বাজারে পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ময়নাতদন্ত শেষে নিহতের বাড়িতে দুই ভাইয়ের মরদেহ পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা কান্না ও আহাজারিতে ভেঙে পড়েন। শোকার্তদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। নিহতদের মৃত্যু সংবাদ পেয়ে স্বজনরা ছুটে আসেন, কেউ সান্ত্বনা দেন, কেউ চোখের পানি ফেলেন। দুই ভাইয়ের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

স্থানীয়দের মতে, সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে এই নৃশংস হামলা হয়েছে। তারা বলেন, “এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড ঘটেছে।”

 

নিহত নজরুল ইসলামের ছেলে সুরুজ আলী জানান, তিনি, তার বাবা নজরুল ইসলাম ও চাচা আব্দুল হামিদ বুধবার বিকেলে বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সদস্যরা পিস্তল, রামদা ও চাপাতি নিয়ে হামলা করে। সুরুজ বলেন, “আমার চোখের সামনে আব্বা ও চাচাকে হত্যা করা হয়েছে।”

 

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আসমত, সাইফুল ও জামান গুরুতর আহত আকবর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

নিহতরা হলেন: দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে হামিদ (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)। নজরুল ব্যবসা করতেন এবং হামিদ কৃষক।

 

 

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আবদুল খালেক দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, “সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।” এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

error: Content is protected !!

দৌলতপুরে দুই ভাইয়ের একসঙ্গে জানাজা ও পাশাপাশি দাফন

আপডেট টাইম : ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত আপন দুই ভাইয়ের মরদেহ একসঙ্গে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাদ আসর জানাজা শেষে সাতারপাড়া গোরস্তানে তাদের মরদেহ পাশাপাশি দাফন করা হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন।

 

গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতারপাড়া গ্রামের বাজারে পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ময়নাতদন্ত শেষে নিহতের বাড়িতে দুই ভাইয়ের মরদেহ পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা কান্না ও আহাজারিতে ভেঙে পড়েন। শোকার্তদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। নিহতদের মৃত্যু সংবাদ পেয়ে স্বজনরা ছুটে আসেন, কেউ সান্ত্বনা দেন, কেউ চোখের পানি ফেলেন। দুই ভাইয়ের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

 

স্থানীয়দের মতে, সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে এই নৃশংস হামলা হয়েছে। তারা বলেন, “এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ড ঘটেছে।”

 

নিহত নজরুল ইসলামের ছেলে সুরুজ আলী জানান, তিনি, তার বাবা নজরুল ইসলাম ও চাচা আব্দুল হামিদ বুধবার বিকেলে বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সদস্যরা পিস্তল, রামদা ও চাপাতি নিয়ে হামলা করে। সুরুজ বলেন, “আমার চোখের সামনে আব্বা ও চাচাকে হত্যা করা হয়েছে।”

 

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আসমত, সাইফুল ও জামান গুরুতর আহত আকবর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

নিহতরা হলেন: দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে হামিদ (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)। নজরুল ব্যবসা করতেন এবং হামিদ কৃষক।

 

 

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আবদুল খালেক দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, “সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।” এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


প্রিন্ট