কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা উপজেলা বিএনপি কার্যালয়ে আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ড্যাব ও এম- ট্যাব কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ৩০০ রুগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মহঃ তৌহিদুল ইসলাম আলম প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, কেন্দ্রীয় মহিলা দলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদিকা ফারিয়া আক্তার বেলী, ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা ডাক্তার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জানবার হোসেন, সাবেক ভিপি ও বিএনপি নেতা আবু মোহাম্মদ নুরুদ্দিন নুরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না, সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নজিবুল হক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিপ্লব হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মঈনুল ইসলাম বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুল কাদের উজ্জল চিকিৎসা সেবা কার্যক্রম তত্ত্বাবধান করেন।
যুবদল নেতা নান্টু মন্ডল, রুহুল, আমিন, জীবন, মিন্টু , শরীফ, জিয়া রাজিব প্রমুখ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাদের প্রতিক্রিয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ভেড়ামারা উপজেলায় এই সেবামূলক কার্যক্রমটি পরিচালনা করা হয়।
প্রিন্ট