কুষ্টিয়া-২ আসনের সাবেক এমপি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপের মহাসচিব আহসান হাবিব লিংকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে।
বাংলাদেশ ইতিহাসে ভয়াবহ সংকটময় ক্লান্তিকাল বাংলাদেশ আমি কখনও দেখিনি। দেশে এখনও ভয়াবহ সংকটকাল চলছে। মানুষের মনে স্বস্তি-সুখ-শান্তি তথা দেশ উন্নয়ন, সমৃদ্ধি, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রয়োজন জাতীয় ঐক্য, মহা ঐক্য।
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়নের মাধ্যমে অতি দ্রুত জাতীয় সরকার গঠন করতে হবে। এক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে পরবর্তী জাতীয় সরকার গঠন করা যেতে পারে বলে মত প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ তথা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুলিশ বাহিনী হচ্ছে প্রধান অর্গান। তারা এখন ঠিক মত কাজ করছে না। যে কোনো সময় দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে।
আজ ভেড়ামারা ৫ অক্টোবর শনিবার দুপুরে তার নিজ বাসভবনের সামনে আয়োজিত উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো আহসান হাবিব লিংকন বলেন।
এই সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপের সভাপতি আশরাফুল আলম চাদ মন্ডল, সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্ন্ বিশ্বাস, সুমন বিশ্বাস ও বিএম নয়ন প্রমূখ।
প্রিন্ট