সনতান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কুষ্টিয়ার ভেড়ামারায় আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ অক্টোবর বৃহ:স্পতিবার বেলা ১২টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে আনসার বাহিনী কার্যালয় সামনে এই যাচাই/বাছাই কার্যক্রম অনুষ্ঠিনে নেতৃত্ব দেন আনসার-ভিডিপির কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট শফিউর আযম ।
যাচাই/বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, মোঃ কাশেম আলী কুষ্টিয়া জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট।
ভেড়ামারা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার (ইউএভিডিও)। উপজেলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা প্রশিক্ষিকা আইরনি রহমান। উপজেলা প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ যাচাই-বাছাই কার্যক্রমে ভেড়ামারা উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউপি থেকে আনসার ভিডিপি সদস্যরা অংশ গ্রহণ করেন। তাদের মধ্য থেকে পিসি,এপিসি সাধারণ নারী ও পুরুষ আনসার সদস্য যাচাই- বাচাই করে সচ্চো ও যুগ্যতা ভিত্তিতে মোট ৫২ জন কে নেওয়া হয়।
ভেড়ামারা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার বলেন, কোন টাকা পয়সার ভিত্তিতে নয়। যুগ্যতা দেখে সুষ্ঠ সুন্দর ভাবে আমরা আনসার সদস্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছি।
যাতে করে সনাতন ধর্মালম্বী মানুষ শারদীয় দূর্গাপূজা উৎসব মূখর পরিবেশে পালন করতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা সার্ব ক্ষনিক দায়িত্ব পালন করবেন।
প্রিন্ট