কুষ্টিয়ার দৌলতপুরে নুরুজ্জামান বিশ্বাস গ্রুপের এনবি অটো ব্রিকস্ কোম্পানির একটি টয়লেট থেকে রনি আহমেদ (২৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২ টা ৩০ মিনিটে উপজেলার আল্লারদর্গা চামনা এলাকায় ওই কারখানার গেটে দায়িত্ব প্রাপ্ত গার্ড রুমের পাশের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত রনি অটো ব্রিকস্ কারখানাটির ওয়ার্কশপে কাজ করতো বলে জানিয়েছেন কারখানার অন্য শ্রমিকেরা। সে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্করপাড়া এলাকার আহাদ আলী ড্রাইভারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২ টা ৩০মিনিটে পর কারখানায় কাজ শেষ বাড়ি ফেরার সময় কারখানার গেটে দায়িত্ব প্রাপ্ত গার্ড শ্রমিকদের দেহ তল্লাশি করছিল। এ সয় রনিকে তল্লাশি করে তার কাছে কারখানার কয়েকটি লোহার টুকরো পাওয়া যায়। তাকে গার্ড রুমে আটকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাকে গার্ড রুমে বসিয়ে রাখতে বলা হয়।
পরে তার সাথে কাজ করা অন্য শ্রমিকেরা তাকে কটাক্ষ করে বাজে কথা বললে একপর্যায়ে সে টয়লেটে যেতে চান। তাকে গার্ড রুমে পাশের টয়লেট যেতে অনুমতি দেওয়া হয়। সে টয়লেটে গিয়ে তার পরনের প্যান্টের বেল্ট দিয়ে টয়লেটের ভোন্টিলেটরের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে নুরুজ্জামান বিশ্বাস ব্রিকস্ ‘র ডেপুটি জেনারেল ম্যানেজার মইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন; পরে কথা বলবেন বলে জানান। এরপরে তিনি আর ফোন রিসিভ করেননি।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।