কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শিপন আলী (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২২ মে) রাতে উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর বশি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
শিপন আলী উপজেলার পান্টি ইউনিয়নের পিতম্বর বশি গ্রামের উত্তরপাড়ার আলতাব শেখের ছেলে। তিনি গদিয়ার বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তিনি গদিয়ার বাজার কমিটির সাধারণ সম্পাদক।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিপন আলী দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল দিয়ে শিপন আলী বুকের ওপর আঘাত করে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেখেন, শিপন মারা গেছেন। সকালে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, শনিবার রাতে ডেকোরেশনের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন শিপন। এ সময় সুমনের নেতৃত্বে দুবৃত্তরা তাকে রাস্তায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
শিপন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাসুদ মোল্লার সমর্থক। স্থানীয় আওয়ামী লীগের কর্মী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
প্রিন্ট