ফরিদপুরের বোয়ালমারীতে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুন্না মোল্যা নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক বিক্রেতার পৌরসভার দক্ষিণ কামারগ্রামের (রায়পুর) তারা মোল্যার ছেলে মুন্না মোল্যা।
পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) মূলে মামলা দায়ের করেন। মামলা নম্বার ১২।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রহমান, সহ-উপপরিদর্শক মো. মনির হোসাইন ও শফিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার ৭ মার্চ রাত ৭. ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুন্না মোল্যাকে তার বাড়ির পাশে রাস্তার উপর থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক বিক্রেতাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
প্রিন্ট