কুষ্টিয়ার খোকসায় দুরারোগ্য ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে খোকসা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র নয়ন ভারতের ব্যাঙ্গালুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ নয়নের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
সোমরার দুপুরে তার দপ্তরে অসুস্থ নয়ন হোসেনের পিতা মোঃ খোকন মোল্লা এর হাতে নগদ এ অর্থ প্রদান করেন। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। নয়নের গরিব বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তার আকুতি সমাজের বিত্তবান লোক যদি এগিয়ে আসে তাকে সাহায্য করে তাহলে তার ছেলে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহা।
অসুস্থ নয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের দিনমজুর খোকন মোল্লার ছেলে। সে খোকসা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
ডাঃ বলেছেন আল্লাহ রহমতে উপযুক্ত চিকিৎসায় রোগীকে বাঁচানো সম্ভব। অনেক টাকার প্রয়োজন। আমরা সবাই মিলে নয়ন এর পাশে দাঁড়ালে,এই ছেলেকে অকাল মৃত্যুহাত থেকে বাঁচানো সম্ভব হবে।
নয়নের পরিবার সকলের কাছে তার ছেলের জীবন বাঁচানোর জন্য সাহায্য সহযোগিতা ও দোয়া চেয়েছেন। সবার কাছে আকুল আবেদন, আসুন আমরা সবাই মিলে নয়নের জন্য দোয়া ও সাহায্যের জন্য এগিয়ে আসি।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ নয়ন হোসেন
বিকাশ/নগদঃ 01737-902170
পিতাঃ মোঃ খোকন মোল্লা, গ্রামঃ শিমুলিয়া, থানাঃ খোকসা, কুষ্টিয়া।
খোকন মোল্লা, জনতা ব্যাংক, খোকসা শাখা, একাউন্ট নং ০১০০০৫৩৮৫৬০৩৩।

প্রিন্ট