কুষ্টিয়ার দৌলতপুরে টয়লেটের মলের দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে চরমভাবে পরিবেশ বিঘ্নিত হচ্ছে তাদের পড়া-লেখা। দূর্গন্ধরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবগত করেও কোন সুফল পাননি ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দক্ষিণ পার্শ্বের সীমানায় আল্লারদর্গার হলুদবাড়িয়া গ্রামের জোনায়েদ বিশ্বাসের একটি দ্বিতল ভবন রয়েছে।
ওই ভবনে ব্যবহৃত সব টয়লেটের মল পাইপের লাইনের মাধ্যমে সর্বদা বিদ্যালয় চত্বরে ফেলা হচ্ছে। ফলে মলের দূর্গন্ধে বিদ্যালয়ে আসা শত শত কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক শেডে অবস্থানরত অভিভাবকগণ, কর্মরত শিক্ষকবৃন্দ অতিষ্ঠ হয়ে চরম দূর্ভোগে পড়েন। দূর্গন্ধের বিষয়টি ওই ভবনের মালিককে একাধিকবার মৌখিকভাবে বলা হলেও তিনি কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
যার প্রেক্ষিতে নিরূপায় হয়ে বিপন্ন পরিবেশ রক্ষায় আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানিয়েছেন।
প্রিন্ট