কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) সংসদীয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি (কাজী জাফর)’র মহাসচিব আহসান হাবিব লিংকন গতকাল শুক্রবার কাশিমপুর কারাগার-১ থেকে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর নাশকতার ২মামলায় (২+২) বছর কারাদন্ডাদেশের পর গত ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে আহসান হাবিব লিংকন জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে মহামান্য হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হলে শুক্রবার কাশিমপুর-১ কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন।
প্রিন্ট