ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় Logo সোনামসজিদ বন্দর দিয়ে ৬দিনে এলো ১২’শ মেট্রিক টন পেঁয়াজ Logo নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার Logo নড়াইলের জমজম রেস্টুরেন্টের উপর তলার নির্মাণাধীন ভবন থেকে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ভেড়ামারায় অগ্নিকাণ্ডে পানবরজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা প্রদান Logo ফরিদপুরে বান্ধব পল্লীতে প্রভু জগৎবন্ধু সুন্দরের ‌ ১৫৪ তম শুভ আবির্ভাব ‌ উৎসব পালন Logo ৫৬১ কোটি টাকার সার আত্মসাতে সাবেক এমপি পোটন সহ পাঁচজন কারাগারে Logo তানোরে কৃষি ভুর্তুকির মেশিন বিতরণে অনিয়ম Logo ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা বহিষ্কার Logo বাঘায় উদ্ধার করা দুই মোটরসাইকেল মালিককে খুঁজছে পুলিশ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় ২৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া এসব ল্যাপটপ উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়ণে বিতরণ করা হয়।

আজ (১ মার্চ বুধবার) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ সভা কক্ষে ল্যাপটপ বিতরণ করা হয়।

এই উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান আরা খাতুন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক উপজেলায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। বিদ্যালয় গুলো হচ্ছে যথাক্রমে- মালিপাড়া স.প্রা,বি:। জগশ্বর স.প্রা.বি:। শামসের আলী স.প্রা.বি:। ডিপি স.প্রা.বি:। কুচিয়ামোড়া স.প্রা.বি:। চর গোলাপনগর ঢাকাপাড়া স.প্রা.বি:। সোলেমানিয়া স.প্রা.বি: । নলুয়া স.প্রা.বি: । আড়কান্দি স. প্রা.বি: ।  ফয়জুল্লাপুর স.প্রা.বি:। দামুকদিয়া স.প্রা.বি:। বাহাদুরপুর স.প্রা.বি:। রায়টা নতুনপাড়া স.প্রা.বি:। চন্ডিপুর স.প্রা.বি:। ক্ষেমিরদিয়াড় স.প্রা.বি:। আজাদ সাকান স.প্রা.বি: । সবুজকলি স.প্রা.বি:। বামনপাড়া স.প্রা.বি:। বাহিরচর সোনালী স.প্রা.বি: । ধরমপুর স.প্রা.বি:। দক্ষিণ ভবানীপুর স,প্রা.বি:। কাজীহাটা স.প্রা.বি:। ভবানীপুর স.প্রা.বি:। গোলাপনগর গোপিনাথপুর স.প্রা.বি:। ফকিরাবাদ স.প্রা:বি: । ফারাকপুর স.প্রা.বি: ।

ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান রশিদ মনে করেন, ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ দান পদ্ধতি শিক্ষা গ্রহণে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। এই পদ্ধতিতে পাঠ গ্রহণে শিশুদেরও প্রচুর আগ্রহ রয়েছে। তাই প্রতিটি বিদ্যালয়ে আরো বেশি ল্যাপটপ প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার দেশ ও উন্নত জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে প্রযুক্তি ব্যবহারের জন্য ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ব্যাটারিচালিত রিক্সা ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময়

error: Content is protected !!

ভেড়ামারায় ২৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া এসব ল্যাপটপ উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়ণে বিতরণ করা হয়।

আজ (১ মার্চ বুধবার) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ সভা কক্ষে ল্যাপটপ বিতরণ করা হয়।

এই উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান আরা খাতুন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক উপজেলায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। বিদ্যালয় গুলো হচ্ছে যথাক্রমে- মালিপাড়া স.প্রা,বি:। জগশ্বর স.প্রা.বি:। শামসের আলী স.প্রা.বি:। ডিপি স.প্রা.বি:। কুচিয়ামোড়া স.প্রা.বি:। চর গোলাপনগর ঢাকাপাড়া স.প্রা.বি:। সোলেমানিয়া স.প্রা.বি: । নলুয়া স.প্রা.বি: । আড়কান্দি স. প্রা.বি: ।  ফয়জুল্লাপুর স.প্রা.বি:। দামুকদিয়া স.প্রা.বি:। বাহাদুরপুর স.প্রা.বি:। রায়টা নতুনপাড়া স.প্রা.বি:। চন্ডিপুর স.প্রা.বি:। ক্ষেমিরদিয়াড় স.প্রা.বি:। আজাদ সাকান স.প্রা.বি: । সবুজকলি স.প্রা.বি:। বামনপাড়া স.প্রা.বি:। বাহিরচর সোনালী স.প্রা.বি: । ধরমপুর স.প্রা.বি:। দক্ষিণ ভবানীপুর স,প্রা.বি:। কাজীহাটা স.প্রা.বি:। ভবানীপুর স.প্রা.বি:। গোলাপনগর গোপিনাথপুর স.প্রা.বি:। ফকিরাবাদ স.প্রা:বি: । ফারাকপুর স.প্রা.বি: ।

ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান রশিদ মনে করেন, ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ দান পদ্ধতি শিক্ষা গ্রহণে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। এই পদ্ধতিতে পাঠ গ্রহণে শিশুদেরও প্রচুর আগ্রহ রয়েছে। তাই প্রতিটি বিদ্যালয়ে আরো বেশি ল্যাপটপ প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার দেশ ও উন্নত জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে প্রযুক্তি ব্যবহারের জন্য ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হচ্ছে।