ফরিদপুরের নগরকান্দায় অভিযোগের মাত্র ১৫ মিনিটের মধ্যে ধর্ষনের চেস্টা মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে নগরকান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম সজিব শেখ (২৪)। সে উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের সহিদ শেখের ছেলে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে একটি ধর্ষণ চেষ্টার ঘটনার অভিযোগ আসে ওসি মিরাজ হোসেনের কাছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাৎক্ষণিক ওসি মিরাজ হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামির অবস্থান শনাক্ত করেন। তখন এসআই আক্কাস আলী, এসআই নাজমুল, এএসআই আজিজ ও এএসআই মনিরকে গ্রেফতার অভিযানের নির্দেশ দেন। ওসি মিরাজ হোসেনের নির্দেশ পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে আসামি সজিব শেখকে নগরকান্দা সদর বাজার থেকে গ্রেফতার করে। আরেক আসামীকে গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করেনি পুলিশ।
থানার ওসি মোঃ মিরাজ হোসেন জানান, ২ জনকে আসামি করে ভিকটিমের মা বাদী হয়ে নগরকান্দা থানায় অপহরণ পূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তা আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় অভিযুক্ত মূল আসামিকে ১৫ মিনিটের মধ্যেই গ্রেফতার করা হয়। শনিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট