ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জনাব কবির খানের সভাপতিত্বে আজ শনিবার বেলা দুইটায় চরহরিরামপুর ইউনিয়নের সুরমানখার হাটে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ কাউসার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা,চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিন্টু মন্ডলসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
সুধী সমাবেশ বক্তরা বলেন চর হরিরামপুর ইউনিয়নের ৭৫ শতাংশ জমি খাস। কিছু প্রভাবশালী ব্যাক্তি তা ভোগ করে আসছে। কিন্তু সামনের দিনে তা আর হবে না এই দখলকৃত জমি উদ্ধার করে ভূমিহীন দের দেওয়া হবে এবং যারা এই জমি ভোগ করছে তাদের তালিকা করা হবে বলে হুশিয়ারী দেন।
সুধী সমাবেশ শেষে মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন চরহরিরামপুর ইউনিয়ন থেকে মরা নদী পর্যন্ত মোট ৪৬০০ মিটার রাস্তা পূর্ণনির্মান কাজের শুভ উদ্বোধন করেন।
প্রিন্ট